logo
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯ ১৪:৩২
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পদে রুপগঞ্জের সন্তান আবুল ফজল রাজু আলোচনার শীর্ষে
মোঃ শাকিল আহমেদ

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় পদে রুপগঞ্জের সন্তান আবুল ফজল রাজু আলোচনার শীর্ষে

ছবি : আবুল ফজল রাজু

 ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে আলোচনায় রয়েছেন আবুল ফজল রাজু। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পিংনাল গ্রামের মৃত ফালু মিয়া এবং মৃত জামিরুন নেছা পুত্র ,তিনি ‍রূপগঞ্জের কৃতি সন্তান। আবুল ফজল রাজুর রয়েছে আওয়ামী রাজনীতিতে বরনাঢ্য জীবনী ।তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতে জড়িয়ে পড়েন । সেই থেকেই অদ্য বদি বিভিন্ন আওয়ামী সংগঠনের সুনাম ,নিষ্ঠা,এবং সততার সাথে দায়িত্ব পালন করেছেন এই বর্ণ াঢ্য রাজনীতিবিদ।  বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এবারের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে তাকে গুরুত্বপূর্ণ স্থানে দেখতে চায় নারায়নগঞ্জ বাসী। আবুল ফজল রাজু একজন সাহসী সৎ, শিক্ষিক, দলীয় সিদ্ধান্তের অনুগত। তিনি আওয়ামী পরিবারের পরীক্ষিত মুজিব আদর্শের সৈনিক। স্বৈরাচার বিরোধী নব্বইয়ের গণ আন্দোলন ও ১/১১ এর দুঃসময়ের রাজপথের সৈনিক হিসাবেই তিনি এলাকায় পরিচিত।
তিনি ১৯৮৬-৯০ সাল থেকে ১৯৯০-৯২ সাল নারায়নগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং ধানমণ্ডি ল’ কলেজের আওয়ামী আইন ছাত্রপরিষদের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দীয় কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী সেচ্ছাসেবক লীগের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এছাড়াও ১/১১ এর দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এর নেতৃত্বে রাজপথের প্রতিটি মিটিং-মিছিলের সক্রিয় কর্মী ছিলেন।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তৃণমূল আওয়ামী পরিবারের সন্তান। সর্বদাই দলীয় নেতৃত্বের প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল এবং সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি অনুগত ছিলেন । তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেলে অত্যন্ত সততা ও নিষ্ঠার সহিত অর্পিত দায়িত্ব পালন করবেন বলে জানান স্থানীয় আওয়ামীলীগ নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে আবুল ফজল রাজু সাংবাদিকদের বলেন, আমার পরিবার এবং আমার শরীরের রক্ত আওয়ামী লীগের সাথে মিশে একাকার হয়ে গেছে্। আমি সারা জীবন এই সংগঠনের জন্য কাজ করেছি বর্তমানে ও আছি। যদি মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে দলের জন্য কাজ করার সুযোগ করে দেন। আমি তা বিশ্বস্থতার সাথে পালন করবো ইনশাআল্লাহ ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com