logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৮
জনগনের সেবক হয়ে কাজ করে যেতে চান
ডিএনসিসি ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম ভূঁঞা
হাফিজুর রহমান

ডিএনসিসি ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম ভূঁঞা

শরীফুল ইসলাম ভূঁঞা

রাজধানীর খিলক্ষেত থানাধীন সাবেক ডুমনী ইউনিয়নের (বর্তমানে ৪৩ নং ওয়ার্ড) সফল চেয়ারম্যান শরীফুল ইসলাম ভূঁঞা, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করার অভিপ্রায়ে, নিজ নির্বাচনী এলাকার ভোটারদের সাথে আলোচনা ও পরামর্শ অব্যাহত রেখেছেন। নির্বাচন দরজায় কড়া নাড়ছে, ভোটাররাও যেনো প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছেন। শীতের সকালে চায়ের দোকানের আড্ডায়-আলাপচারিতায় তাদের পচন্দের প্রার্থীদের বিগত দিনের কর্মকান্ড সহ, আসন্ন নির্বাচনে কার  গ্রহনযোগ্যতা কেমন তার চুল-চেরা বিশ্লেষণে  ব্যস্ত সময় পার করছেন। ৪৩ নং ওয়ার্ডের ভোটারদের এক বিরাট অংশের সাথে আলাপকালে তারা প্রায় সকলেই তাদের প্রিয়মুখ, ডুমনী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শরীফুল ইসলাম ভূঁঞাকে ভোট প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানায়, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব, ন্যায়পরায়ণ, সদালাপী, খেটে খাওয়া মেহনতী মানুষের দুর্দিনের ভরসার পাত্র, শরীফুল ইসলাম ভূঁঞার তারা কোনও বিকল্প দেখছেন না। বিগত দিনে চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালনকালে  এলাকার উন্নয়নে তার গৃহীত বিভিন্ন সময়োপযোগী ও ফলপ্রসূ পদক্ষেপের ভূঁয়সী প্রশংসা করে, তারা সকলেই শরীফুল ইসলাম ভূঁঞার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। স্থানীয় একজন মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যানের প্রতি তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশস্বরূপ বলেন,‘ শরীফুলকে আর দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াতে হবেনা। তার মতো একজন ভালো মানুষের জন্য আমরাই তার জন্য সকলের কাছে ভোট চাইবো।’ তরুণ-যুবার নিকট আদর্শ, শরীফুল ইসলাম ভূঁঞা তার সহোদর বড়ভাই বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ভূঁঞার সাহচর্যে ১৯৮৬ সালে রাজনীতিতে হাতে খড়ি হওয়ার মধ্য দিয়ে, অদ্যাবধি  মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপামর জনসাধারণের এক কাতারে মিশে যেতে পেরেছেন বলেই, তিনি জনগনের নির্বাচিত প্রতিনিধি হতে পেরেছেন বলেও মন্তব্য করেছেন অনেকেই। সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত শরীফুল ইসলাম ভূঁঞা একটি সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্ম গ্রহণ করেও, ভিন্ন ধর্মাবলম্বীদের নিকটও আস্থাভাজন হতে পেরেছেন। মানুষকে ‘কথা দিয়ে কথা রাখা’র মতো কঠিন কাজটিও তিনি দীর্ঘদিনের চর্চার ফলে, তা আত্মস্থ করতে পারার কারনেই , ছোট-বড় সকলের নিকটই সততার মূর্ত প্রতীকরূপে সম্মানীত হচ্ছেন। প্রতিনিয়ত নিজের মেধা-মননকে কাজে লাগিয়ে নিজেকে যেনো নিজেই ছাড়িয়ে, জীবন্ত কিংবদন্তী হিসেবে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। আকাশচুম্বী জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী শরীফুল ইসলাম ভূঁঞার কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আমার ভালোমন্দের বিচারের অধিকার রয়েছে আমার এলাকার জনগনের, যারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে বিগত দিনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতেই, সর্বোপরি তাদের ইচ্ছা ও চাওয়াকে সম্মান জানাতেই আমি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে, ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হতে মনস্থির করেছি। অন্য আর দশজন মানুষের মতো আমিও একজন সাধারণ মানুষ, তাদের প্রতিনিধি হিসেবে তাদের সেবা করাতেই আমি আনন্দ পাই। সারা জীবন যেনো তাদের পাশে থেকে, তাদেরই একজন হয়ে সেবা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এটাই আমার একান্তভাবে চাওয়া।  

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com