logo
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৯ ১৯:১০
প্রকাশ্যে ক্ষমা চাইলেন মন্ত্রী
অনলাইন ডেস্ক

প্রকাশ্যে ক্ষমা চাইলেন মন্ত্রী


মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রাজাকারের তালিকা নিয়ে তোলপাড় হয়ে গেছে দেশে। এই তালিকায় নাম এসেছে স্বয়ং যুদ্ধাপরাধী বিচার ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী এডভোকেট গোলাম আরিফ টিপুর। অবশেষে এতদিন পর এই তালিকার জন্যে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা দেওয়া হয়েছিল সেগুলো না দেখেই প্রকাশ করা হয়েছে। এটি আমার ভুল ছিল। এরজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী।’ শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় যদি মুক্তিযোদ্ধাদের কমিটি থাকতো তাহলে এই ভুল হতো না। প্রকাশ করা তালিকায় ভুল থাকায় তা স্থগিত করা হয়েছে। অচিরেই সংশোধিত তালিকা প্রকাশ করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলীসহ অনেকে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com