logo
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৩:৩২
পাকিস্তানে ভোটকেন্দ্রে বোমা হামলায় নিহত ২৫
অনলাইন ডেস্ক

পাকিস্তানে ভোটকেন্দ্রে বোমা হামলায় নিহত ২৫

পাকিস্তানের কোয়েটা রাজ্যে একটি ভোট কেন্দ্রের পাশে এক আত্মঘাতী হামলায় তিন পুলিশ সদস্য এবং দুই শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। কোয়েটার উত্তরাঞ্চলের একটি ভোটকেন্দ্রের পাশে বুধবার এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। হামলায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। হাসপাতালের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির টিভি চ্যানেল জিও টিভি।

 

উদ্ধারকারী দল জানিয়েছে, নিয়মিত টহলের সময় পুলিশ ভ্যানের কাছে এ বিস্ফোরণটি ঘটায় হামলাকারী। পুলিশের এক মুখপাত্র জানান, ওই আত্মঘাতী হামলাকারী ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশ করে বিস্ফোরণটি ঘটাতে চেয়েছিলেন।

ইতোমধ্যেই হামলাকৃত স্থানে পৌঁছে কাজ শুরু করেছে বোম্ব নিষ্ক্রিয়কারী দল এবং উদ্ধারকারীরা। সেখানে তারা অবিস্ফোরিত গ্রেনেড পেয়েছে।

আহতদের সান্দেমান প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সংলগ্ন এলাকায় জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

আজ সকাল থেকে দেশটিতে ১১তম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রায় ১১ কোটি ভোটার ২৭২ আসনে সাংসদ নির্বাচনে ভোট প্রদান করছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com