logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪৭
মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর


বাংলাদেশে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বসবাস। মিয়ানমারে নির্যাতিত সে সব রোহিঙ্গাকে সাহায্য করতে বর্ডার খুলে মহত্বের পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এতদিন হয়ে গেলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে মিয়ানমার সরকার। তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আরও চাপ সৃষ্টির জন্য জার্মানিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জার্মানির অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী জার্ড মুলার গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বৈঠকের বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য এক বিরাট বোঝা এবং তারা সামাজিক সমস্যার সৃষ্টি করছে। মিয়ানমারকে দ্রুততার সঙ্গে বাংলাদেশ থেকে তাদের নাগরিকদের ফেরত নিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘প্রায় ১১ লাখ রোহিঙ্গার আগমন কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, কেননা তারা সংখ্যায় স্থানীয় জনগণকে ছাড়িয়ে গেছে। অনেকেই (রোহিঙ্গারা) সন্ত্রাস কিংবা মানব পাচারে জড়িয়ে পড়ছে।’ শেখ হাসিনা বলেন, ‘দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছে যাতে তারা স্বেচ্ছায় তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু মিয়ানমার চুক্তিও মানছে না, রোহিঙ্গাদের ফেরতও নিচ্ছে না।’ বৈঠকে জার্মান মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কীভাবে বাংলাদেশকে আরও সহযোগিতা করা যায় তা বিবেচনা করবে তার দেশ।’ প্রধানমন্ত্রী এবং জার্মান মন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে জার্মান বিনিয়োগ, তৈরি পোশাক শিল্প, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন, পানি শোধনাগার এবং জলবায়ু পরিবর্তনের মত বিষয়ও ছিল বলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com