logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:২৩
অবশেষে ক্যাটরিনার সাথে প্রেম নিয়ে নিরবতা ভাঙলেন ভিকি
অনলাইন ডেস্ক

অবশেষে ক্যাটরিনার সাথে প্রেম নিয়ে নিরবতা ভাঙলেন ভিকি


বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বেশ কয়েক্মাস হলো বলিউডের এই সুন্দরির সাথে আরেক প্রতিভাবান অভিনেতা ভিকি কৌশলের সম্পর্কের গুঞ্জনে মুখরিত পুরো ইন্ডাস্ট্রি। যদিও এ নিয়ে এতদিন পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউই মুখ খুলেননি। আবার দুজনের কেউ সরাসরি নাকচও করেননি। তবে এবার ক্যাটরিনার সঙ্গে নিজের প্রেমের গুঞ্জন নিয়ে নিরবতা ভাঙলেন ভিকি।
সরাসরি প্রেমের তকমা না দিলেও নিজেদের প্রেম একেবারে অস্বীকারও করেননি তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন, ‘ভালবাসা কখনও খারাপ হতে পারে না। এ এক দারুণ অনুভূতি।’ ক্যাটরিনাকে ডেট করছেন কিনা এমন প্রশ্নে ভিকি বলেন, ‘জানি আমাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন। লোকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী। কিন্তু আমি আমার সম্পর্ক লোকের কাছে প্রকাশ করব কী না তা একান্তই আমার নিজস্ব। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে আমি স্বচ্ছন্দ নই। ভালো জিনিস আড়ালেই রাখতে চাই।’ অর্থাৎ, কৌশলে ডেটের প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। ‘ডেট করছি না’ যেমন বললেন না, তেমন ‘ডেট করছি’ —তাও স্বীকার করলেন না। গত বছর এক দিওয়ালি পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ভিকি-ক্যাটকে। এরপর বিভিন্ন পার্টি, অ্যাওয়ার্ড সেরিমনিতে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন তারা। কিন্তু মুখে কিছু বলছেন দু’জনেই। আর তাতেই জোরালো হয়েছে গুঞ্জন।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com