logo
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:০৯
রাজশাহীতে প্রাইভেট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬
প্রথম বাংলাদেশ ডেস্ক

রাজশাহীতে প্রাইভেট দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬


রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে শিশুসহ ৬ জন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়ক কাদিপুর নামকস্থানে একটি বিয়ের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যাওয়ায় ঘটনাস্থালে ৩ জন আর হাসপাতালে নেয়ার পথে ৬ জন নিহত হয়। নিহতরা হলেন রাজশাহী নগরীর দেবাশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোসাব্বের আলী আকাশ (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), চাঁপাইনবাবগঞ্জ চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আশিয়া (৩০)মোসাব্বের আলী আকাশ এর ৪ মাসের শিশু পত্র আদিব আল হাসান,মেয়ে মোসফেরা(৮)।মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)। নিহতদের পরিবার জানায় নিহতরা প্রাইভেটকার যোগে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। আহত অবস্থায় আশিয়ার স্বামী রমজান(৪০) মেয়ে রাফিয়া(৩) রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বলেন,প্রাইভেটকারটি রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জের দিকে যাওয়ার পথে আরেকটি গাড়ী অতিক্রম করার কারণে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com