logo
আপডেট : ১৮ মার্চ, ২০২০ ২০:০০
টাঙ্গাইলে বাইরে বের হওয়ায় সিঙ্গাপুর প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা
প্রথম বাংলাদেশ ডেস্ক

টাঙ্গাইলে বাইরে বের হওয়ায় সিঙ্গাপুর প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে হোম কোয়ারেন্টাইন মেনে না চলে বাড়ির বাইরে বের হওয়ায় সিঙ্গাপুর ফেরত হামিদুল ইসলাম নামের এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম উপজেলার বৈলারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, জনসচেতনতা না মেনে প্রবাস থেকে এসে হামিদুল ইসলাম অবাধে চলাচল করছিলেন। গত ৭ মার্চ তিনি সিঙ্গাপুর থেকে দেশে এসে হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে এসে ১৪ দিন কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com