logo
আপডেট : ৬ মে, ২০২০ ১৫:৫৭
দেশে করোনায় আক্রান্ত ১১৭১৯, মৃত্যু ১৮৬
অনলাইন ডেস্ক

দেশে করোনায় আক্রান্ত ১১৭১৯, মৃত্যু ১৮৬

 

গত ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ৭৯০ জন আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এতে মোট আক্রান্ত হয়েছে ১১,৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। দেশে কভিড-১৯ এ মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮৬ জন। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার (৬ মে) দুপুরে হালনাগাদ তথ্যে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ সব তথ্য জানান। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যু হওয়া ৩ জনের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকার বাসিন্দা ও একজন ঢাকার বাইরে। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৬ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়। উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com