গত ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ৭৯০ জন আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এতে মোট আক্রান্ত হয়েছে ১১,৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। দেশে কভিড-১৯ এ মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮৬ জন। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার (৬ মে) দুপুরে হালনাগাদ তথ্যে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ সব তথ্য জানান। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যু হওয়া ৩ জনের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকার বাসিন্দা ও একজন ঢাকার বাইরে। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৬ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়। উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।