logo
আপডেট : ৬ মে, ২০২০ ১৬:০৫
রাজধানীর যে তিন এলাকায় করোনা সংক্রমণ বেশি
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যে তিন এলাকায় করোনা সংক্রমণ বেশি

 

চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করনো ভাইরাস বাংলাদেশেও আঘাত হেনেছে। করোনার ভয়াল থাবায় অনেকটা গৃহবন্দি বাংলাদেশের সব শ্রেণি পেশার মানুষ। দেশে প্রায় ১১ হাজার করোনা রোগী শনাক্ত। এরমাঝে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতেই। মঙ্গলবার (৫ মে) পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ৫ হাজার ২২৬ জন। পুরান ঢাকা, মিরপুর ও মোহাম্মদপুরে সংক্রমণের সংখ্যা বেশি।লালবাগে ৮৯, ওয়ারিতে ৪৯, গেন্ডারিয়ায় ৫৬ ও শাঁখারিবাজারে ২৯ জন রোগী শনাক্ত হয়েছেন। বংশালে ৬৩, চকবাজার ৪৩ ও চানখারপুলে ৩৬ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত। মিরপুর-১৪-তে-৩৯, মিরপুর-১১-তে ৩৩ ও টোলারবাগে ১৯ জনের করোনা শনাক্ত। এছাড়া, রাজারবাগে-১৯৬, যাত্রাবাড়ীতে-১৪৩, মোহাম্মদপুরে-১০৪, মহাখালী-১১১, উত্তরায়-৭০, মুগদা-১২১, শাহবাগে- ৫৪, তেজগাঁওয়ে-৭৯, বাসাবো-৪৩, ধানমন্ডিতে-৪৬ ও গুলশানে-৪১ জন শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com