logo
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৫:৫৫
জামায়াতের হামিদুরকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক

জামায়াতের হামিদুরকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল

 আদালত অবমাননার মামলায় জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার ববিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে জামায়াতের এই নেতার পক্ষে শুনানি করন আইনজীবী আব্দুস সুবহান তরফদার ও মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালে জামায়াতের এই নেতা আত্মসমর্পণ করে জামিন অাবেদন করেন। তবে অাদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ২০১৩ সালের মার্চ মাসে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ ও মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই বছরের ২১ মার্চের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নিদের্শ দেওয়া হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com