কারাগারে করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কায় আছেন সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। মঙ্গলবার (৫ মে) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কোনো ধরনের অভিযোগ ছাড়াই এক বছর ধরে কারাবন্দী প্রিন্সেস বাসমাহ। কারামুক্তির জন্য তিনি আবেদন জানিয়েছেন। কিন্তু ওই আবেদনে সাড়া দেয়নি সৌদি কর্তৃপক্ষ।
৫৬ বছর বয়সী বাসমাহ সৌদি বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের মেয়ে তিনি। সৌদি এই রাজকন্যা কারাগারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন। আর কারাগারে তেমন কোনো সুযোগ সুবিধাও পাচ্ছেন না বলে দাবি করেছেন। পরিবারে সদস্যরা জানিয়েছেন, গত বছরের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক করে রাজকন্যাকে সন্ত্রাসবাদী, দণ্ডপ্রাপ্ত এবং রাজনৈতিক বন্দিদের আটকে রাখার জন্য পরিচিত রিয়াদের উচ্চ-নিরাপত্তার আল-হায়র কারাগারে রাখা হয়েছে। সেখানে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। গেল মাসেই সৌদি এই রাজকন্যা নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লিখেন, আপনারা হয়তো জানেন আমাকে বিনা বিচারে আল-হায়র কারাগারে বন্দী রাখা হয়েছে। বর্তমানে আমার শারীরিক অবস্থা ভেঙে পড়েছে। এতে আমার মৃত্যুও হতে পারে। রাজদরবারে চিঠি পৌঁছানোর পরও আমাকে চিকিৎসা দেয়া হচ্ছে না।