logo
আপডেট : ৬ মে, ২০২০ ১৬:৫৭
এগারো বছরের ভালোবাসাকে হারিয়ে শোকাহত কোহলি
খেলা ডেস্ক

এগারো বছরের ভালোবাসাকে হারিয়ে শোকাহত কোহলি

 

লকডাউনের মধ্যে দুঃসংবাদ পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বুধবার সকালে মারা গিয়েছে তার পোষা কুকুর ব্রুনো। গত ১১ বছর ধরে কোহলির পরিবারের অবিচ্ছেদ্য অংশই ছিল এ পোষা কুকুর। ব্রুনোর মৃত্যুতে কোহলি ও আনুশকার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তারা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে শোক করেছেন ব্রুনোর মৃত্যুর খবর জানিয়ে। নিজের প্রিয় কুকুরের ছবি আপলোড করে কোহলি লিখেছেন, ‘শান্তিতে থাকো আমার বাচ্চা, ব্রুনো। গত ১১ বছর ধরে আমাদের মাঝে ভালোবাসা দিয়েছ। আজকে আরও ভালো জায়গায় চলে গেলে। সৃষ্টিকর্তা তোমার আত্মার শান্তি দান করুক।’ আনুশকা লিখেছেন, ‘শান্তিতে থাকো প্রিয়।’এর আগে গত মাসের ১৫ তারিখ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও তার স্ত্রী ড্যানি উইলস হারিয়েছেন তাদের পরিবারের ছোট্ট সদস্য চার্লিকে। সে খবর জানিয়ে স্মিথ লিখেছিলেন, ‘পরিবারের সর্বকণিষ্ঠ সদস্যকে বিদায় জানাতে গিয়ে মন কাঁদছে। চার্লি খুবই ভালোবাসাপ্রিয় ছিল। আমাদের প্রতি লয়্যাল এবং অলরাউন্ডার ছিল। আমি তোমাকে মিস করছি ছোট্ট বালক। শান্তিতে থাকো।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com