logo
আপডেট : ৬ মে, ২০২০ ১৭:০০
স্বামী ও ছেলের সঙ্গে ছবি দিয়ে সমালোচনার মুখে শ্রাবন্তী
বিনোদন ডেস্ক

স্বামী ও ছেলের সঙ্গে ছবি দিয়ে সমালোচনার মুখে শ্রাবন্তী

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন শ্রাবন্তী। তাঁর ওই ছবিতেই দেখা যাচ্ছে রোশন সিং এবং ছেলে অভিমন্যুকে। শ্রাবন্তীর ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে এবারও স্বামী এবং ছেলের ছবি একসঙ্গে শেয়ার করায় নেটিজেনদের একাংশের কুৎসিত আক্রমণের মুখে পড়তে হয় টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। ছেলে এবং স্বামীকে নিয়ে যেমন করা হয় কটাক্ষ, তেমনি অভিনেত্রীকেও করা হয় আক্রমণ। সেই ছবিতে কেউ কেউ বলেছেন, ‘আর কয়টা বিয়ে করবেন?’ কেউ বা লিখেছেন, ‘প্রতিটা স্বামী আপনার কাছে পৃথিবী’। তবে এবারও অন্যান্য সময়ের মতো এবারও নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়ে পালটা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com