বাংলাদেশের চলচ্চিত্রে সফল দুজন নায়ক-নায়িকা এ যুগের বেশ পরিচিত মুখ শাকিব খান ও অপু বিশ্বাস। ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস ঢালিউড কুইন হিসেবে খ্যাতি অর্জন করেন। শাকিব খান ও অপু বিশ্বাসের এক মাত্র ছেলে আব্রাম খান জয় ছোট বেলা থেকেই সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচিত। শাকিব-অপুর সংসার ভেঙে গেছে। তবে অপু চান তার ছেলে অনেক বড় হোক। সন্তানের যত্ন নিতে ব্যস্ত থাকেন অপু। বলিউডে স্টার কিডরা বেশ জনপ্রিয়। কিন্তু ঢালিউডের সুপারস্টারদের সন্তানদের নিয়ে তেমন হইচই নেই। কিন্তু ঢালিউডে প্রথম কিড হিসেবে অনেক জনপ্রিয় দেখা যাচ্ছে। দেখা গেলেও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় এখন পরিচিত সোশ্যাল মিডিয়াতে কোন ভিডিও পোষ্ট করার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। অপু বিশ্বাস সন্তানকে নিয়ে প্রকাশ্যে আশার পর পরই রাতারাতি তারকামত ভক্ত ও শুভাকাঙ্খি হয়ে যায় জয়ের। আর এই জনপ্রিয়তা যেন ক্রমেই বেড়েই চলেছে।
তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফ্যান পেইজ রয়েছে। আছে অসংখ্য ফেসবুক আইডিও। ইনস্টাগ্রামেও এই ক্ষুদে তারকার ভক্ত কম নেই। এসবের বাইরে ফেসবুকেও দেখা গেল একটি গ্রুপ। শাকিব-অপুর ভক্তরা মিলেমিশে নিজেরাই ফেসবুকে একটি গ্রুপ খুলেছেন। সে গ্রুপের সদস্য সংখ্যা ১ লাখ অতিক্রম করেছে। যারা প্রতিনিয়ত জানাচ্ছেন এই ক্ষুদে তারকাকে নিয়ে অভিব্যক্তি। ইনস্টাগ্রামে আব্রাম খান জয়ের অনুসারী সংখ্যাও অনেক। বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে পড়ালেখা করছেন আব্রাম খান জয়।