logo
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৬:০৬
বিনামূল্যে দাফনের দায়িত্ব নেবে ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক

বিনামূল্যে দাফনের দায়িত্ব নেবে ডিএসসিসি

সম্পূর্ণ বিনামূল্যে দাফন এবং শ্মশান ঘাটে শেষকৃত্যের ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৫ জুলাই) নগরভবনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।

মেয়র বলেন, শোকের মাস উপলক্ষে ১ আগস্ট থেকে আগামী এক বছর ডিএসসিসি এলাকার নাগরিকদের জন্য এ সেবার ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো নাগরিকের এমন সেবার প্রয়োজন হয় তাহলে ডিএসসিসি থেকে দাফন, লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জানাজার ইমাম, গোসলসহ সব কিছু ডিএসসিসি বিনামূল্যে করে দিবে।

এ ছাড়া ডিএসসিসি অস্থায়ীভাবে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের পরিকল্পনা করেছে। নাগরিকদের ভিতরে অনেকেই শেষ বয়সে পরিবার কর্তৃক পরিত্যাক্ত আথবা পরিবার পরিজনহীন নিঃস্ব অবস্থায় আশ্রয়স্থল খোঁজেন। বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। দুপুরে নগরভবনের ব্যাংক ফ্লোরে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা আব্দুল মালেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com