logo
আপডেট : ৭ মে, ২০২০ ১৬:৩১
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭০৬
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭০৬

 

চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া কারোন ভাইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা যাওয়ার তথ্য তাৎক্ষণিক ভাবে দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। তবে তারা প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানাবে। এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭৯০জন। যা গতকালের চেয়ে কম। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জন। আজ বুধবার (৬ মে) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com