logo
আপডেট : ৭ মে, ২০২০ ১৬:৩৪
গত ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য পরে জানানো হবে: ডা. নাসিমা
নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য পরে জানানো হবে: ডা. নাসিমা

 

গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০৬ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৫ জনে দাঁড়াল। এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৩ জন সুস্থ হয়েছেন এবং দেশে মোট সুস্থ হয়েছে, ১ হাজার ৯১০ জন।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। অনলাইন ব্রিফিংয়ে নতুন করে মৃত্যুর তথ্য জানানো হয়নি, তবে পরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন জানিয়েছেন ডা. নাসিমা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com