logo
আপডেট : ২৫ জুলাই, ২০১৮ ১৬:১৬
জনগণই সরকারের পতন ঘটাবে : মোশাররফ
নিজস্ব প্রতিবেদক

জনগণই সরকারের পতন ঘটাবে : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সময় আসছে জনগণই বর্তমান সরকারের পতন ঘটাবে। এই সরকারের শাসন মেনে নেবে না জনসাধারণ। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মোশাররফ বলেন, সরকার গোয়েবলসের মতো মিডিয়া নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশেও যারা ফ্যাসিবাদের দোসর তাদের রেহাই হবে না।

তিনি বলেন, এই সরকারের কবল থেকে জনগণ মুক্তি চায়। সরকার জনগণকে ভয় পায়। আর জনগণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও সরকার ভয় পায়। এ জন্যই তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে। কিন্তু দেশের মানুষ বার বার প্রতারিত হয়ে চায় না। সময় আসছে জনগণই বর্তমান সরকারের পতন ঘটাবে।

মাহমুদুর রহমানের ওপর হামলা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, একটি স্বাধীন দেশের আদালতে একজন সম্পাদকের ওপর হামলা হবে এটা কল্পনাও করা যায়নি। পরিকল্পিতভাবে মাহমুদুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে। মনে হয় পুলিশ তাদেরকে হামলা করার সুযোগ করে দিয়েছিল। তা না হলে পুলিশ হামলার সময় দূরে অবস্থান নিয়েছিল কেনো? এটা মেনে নেয়া যায় না। আজকে শুধু মাহমুদুর রহমানের ওপর হামলা নয়, এটা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের ওপর হামলা।

বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মিয়া মো. গোলাম পরোয়ার, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দিগন্ত টিভির ডেপুটি নির্বাহী পরিচালক মজিবুর রহমান মঞ্জু, বিএফইউজে’র সহ-সভাপতি নূরুল আমিন, কৃষিবিদদের নেতা ও বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।

সভায় সাংবাদিক নেতারা ছাড়াও বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com