logo
আপডেট : ৮ মে, ২০২০ ১৮:১২
রাজধানীর যেসব এলাকায় করোনা সংক্রমিত বেশি
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যেসব এলাকায় করোনা সংক্রমিত বেশি


দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হল রাজধানী ঢাকা। এদিকে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজধানীর ১০ এলাকার নাম প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে রয়েছে রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ ও বাবুবাজার। আজ শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এসময় তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। একই সময়ে আরও ৭০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত থেকে আরও সুস্থ হয়েছেন ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ১০১ জন।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com