ইউটিউব চ্যানেল (ভিডিও প্ল্যাটফর্ম) নিয়ে আসছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার (৬ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন সাকিব নিজেই। বর্তমানে নিষেধাজ্ঞায় থাকা ক্রিকেটের বাইরে রয়েছেন পোস্টার বয়। তবে দ্রুতই ইউটিউবে সরব হচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার।
এর আগে, ইউটিউব চ্যানেল খুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক ওপেনার তামিম ইকবাল। প্রাণঘাতী করোনা সংকটের সময়টায় গৃহবন্দী ক্রিকেটাররা। আর এই ক্রিকেটবিহীন সময়টাকে উপভোগ্য করে তুলতে দেশসেরা ওপেনার ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম নিয়মিত লাইভ সেশনের আয়োজন করছেন। যেখানে নিজে আয়োজকের ভূমিকায় থেকে অতিথি হিসেবে আনছেন একজন সতীর্থকে।