logo
আপডেট : ৯ মে, ২০২০ ১৬:৩৯
চিরচেনা রূপে ফিরছে ঢাকা?
নিজস্ব প্রতিবেদক

চিরচেনা রূপে ফিরছে ঢাকা?


নিষেধাজ্ঞা অমান্য করে দিন দিন রাজধানী ঢাকাতে বাড়ছে সাধারণ মানুষের প্রবেশ এবং বাসা থেকে বাইরে বের হওয়াও বাড়িয়ে দিয়েছে সাধারন জনগণ। রাজধানীর রাস্তাগুলোতে বেড়েছে যানবাহনও। গণপরিবহন না থাকায় সিএনজি এবং চুক্তিভিত্তিক ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছেন অনেকে। এ অবস্থা চলতে থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
রাজধানী ক্রমশ তার জন অরণ্যের চেহারায় ফিরছে। মানুষের ঘরে থাকার প্রবণতা কমছে। নানান প্রয়োজনে অপ্রয়োজনে তারা বাইরে বের হচ্ছেন। ফলে বাড়ছে যান চলাচলও। সামাজিক দূরত্ব মানার বালাই নেই বললেই চলে। এতে করে বাড়ছে করোনা সংক্রণের ঝুঁকি। এসব দেখভালে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে রয়েছে।যদিও সম্প্রতি তাদের উপস্থিতি কম।
এদিকে, ঢাকায় ফেরা ও প্রবেশ করা মানুষের সংখ্যাও বাড়ছে। প্রতি মুহূর্তে ঢাকায় ফিরছে ও ঢুকছে মানুষ। রাজধানীর প্রতিটি প্রবেশমুখে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে যুক্তিযুক্ত মনে করলে তবেই প্রবেশ করতে দিচ্ছে। গতকাল শুক্রবার (৮ মে) ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জন। এছাড়া সেই ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২০৬ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com