logo
আপডেট : ৯ মে, ২০২০ ১৬:৪৮
শুভ জন্মদিন মিস্টার ডিপেন্ডেবল!
খেলা ডেস্ক

শুভ জন্মদিন মিস্টার ডিপেন্ডেবল!


বাংলাদেশের ক্রিকেটে ‘মিস্টার ডিপেন্ডেবল’ একজনই, তিনি মুশফিকুর রহিম। দলের বিপদের জন্য বাইশগজে গিয়ে মুশফিক হয়ে যান নির্ভরতার প্রতীক। আজ (৯ মে) জাতীয় দলের সেই অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক ব্যাটসম্যানের ৩৩ তম জন্মদিন। শুভ জন্মদিন। জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল সেদিন বলছিলেন, বাংলাদেশের যেকোন তরুণের উচিৎ পরিশ্রমের দিক দিয়ে মুশফিকুর রহীমকে অনুসরণ। নিজের পারফরম্যান্সের উন্নতির জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন মুশফিক। দলের ঐচ্ছিক বা রুটিন অনুশীলনে অন্য সবার চেয়ে বেশি সিরিয়াস মুশফিক, তিনি মাঠে আসেন সবার আগে এবং যথারীতি বের হন সবার পরে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নেটে ব্যাটিং না করলে যেন সবকিছু ঠিক মনে হয় না মুশফিকের। পরিশ্রম এবং ডেডিকেশনের দিক থেকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নন তিনি।
এদিকে আজ জন্মদিনেই নিলামে তোলা হবে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট । আগামী পাঁচদিন ধরে চলবে এ নিলাম। অনেক আগে ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে দেয়ার ঘোষণা দিলেও নানা কারণে তা শুরুতে দেরি হয়েছে। অবশেষে আজ শুরু সেই নিলাম প্রক্রিয়া। কাকতালীয়ভাবে সেটা এবার তার জন্মদিনেই পড়ে গেছে। তবে কি মুশফিক ইচ্ছে করেই জন্মদিনে ব্যাটের নিলাম শুরু করতে যাচ্ছেন? মুশফিকের খুব কাছের মানুষ ও ম্যানেজার বর্ষণ কবির জাগো নিউজকে নিশ্চিত করেছেন, ‘না, না। মোটেও তা নয়। এটা চলমান প্রক্রিয়া। নিলামের প্রস্তুতি শুরু হয়েছিল আগে থেকেই, কাজ চলছিল। এখন সবকিছু গুছিয়ে আনতে একটু সময় লেগেছে। ফলে নিলামের তারিখ ৯ মে পড়ে গেছে। ইচ্ছে করে জেনে বুঝেই আজকের দিনে নিলাম শুরুর দিনক্ষন চূড়ান্ত করা হয়নি।’ তা না হোক, আজ নিজের জন্মদিনে ক্যারিয়ারের এক স্বর্ণখচিত স্মারক নিলামে দিচ্ছেন মুশফিক। বলার অপেক্ষা রাখে না, করোনা আক্রান্ত ও করোনায় নানা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্যই এই প্রয়াস। নিলামে পাওয়া সমুদয় অর্থ করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কর্মহীনদের মাঝে বিতরণ করা হবে। ১৯৮৭ সালে আজকের দিনে বগুড়ায় জন্ম নেয়া মুশফিক বিকেএসপিতে শিক্ষাজীবন কাটিয়ে, বয়সভিত্তিক জাতীয় দলে প্রতিনিধিত্ব করে জাতীয় দলে নাম লেখান ২০০৫ সালের মে মাসে। ঠিক ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক মুশফিকের। সাজানো গোছানো টেকনিক, পরিপাটি ব্যাটিং শৈলি আর নিশ্ছিদ্র ডিফেন্স- ক্রিকেট ব্যাকরণের সব শট খেলার সহজাত সামর্থ্যের অধিকারী মুশফিক সময়ের প্রবাহতায় আজ দেশের অন্যতম সেরা, সফল ও স্বার্থক উইলোবাজ। টেস্টে ধারাবাহিকভাবে ভাল খেলা মুশফিক ৭০ টেস্টে ৭ সেঞ্চুরি আর ২১ ফিফটিতে ৪৪১৩ রান করে টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটেও তার পরিসংখ্যান যথেষ্ঠ সমৃদ্ধ। ২১৮টি একদিনের খেলায় ৭ সেঞ্চুরি ও ৩৮ হাফসেঞ্চুরিতে ৬১৭৪ রান করে তামিম ইকবাল (৭২০২) ও সাকিব আল হাসানের (৬৩২৩) পর তিন নম্বর টপ স্কোরা মুশফিক। ৮৬ ম্যাচে ১২৮২ রান করা মুশফিক টি-টোয়েন্টি ফরম্যাটে তুলনামূলক পিছিয়ে। তাও রয়েছেন চার নম্বরে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com