logo
আপডেট : ১০ মে, ২০২০ ১৭:০৭
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মৃত্যু চেয়েছিলেন হ্যারি পটার তারকা!
বিদেশ ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মৃত্যু চেয়েছিলেন হ্যারি পটার তারকা!


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন হ্যারি পটার সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া মিরিয়াম মার্গোলেস। ৭৮ বছর বয়সী এই অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, করোনায় আক্রান্ত জনসনের মৃত্যু কামনা করেছিলেন তিনি। শুক্রবার (৮ মে) রাতে চ্যানেল ৪’র কমেডি শো ‘দ্য লাস্ট লেগে’ এমন মন্তব্য করেন মিরিয়াম।
আইসিইউতে থাকা অবস্থায় চিকিৎসকেরা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন, জনসন এমন কথা জানানোর এক সপ্তাহের ভেতর মিরিয়াম বিতর্ক সৃষ্টি করলেন। ব্রিটেনে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘যাচ্ছেতাই অবস্থা। বরিস জনসনের মৃত্যু না চাওয়া আমার জন্য কঠিন ছিল। চেয়েছিলাম যেন মারা যায়।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com