logo
আপডেট : ১৫ মে, ২০২০ ১৭:১১
শিল্পার স্বামীকে 'পেটানো' ভিডিও টিকটক ভাইরাল
নিজস্ব প্রতিবেদক

শিল্পার স্বামীকে 'পেটানো' ভিডিও টিকটক ভাইরাল



বাড়ির পরিচারিকাকে চুমু খাওয়ার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রাকে মারধর করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। শিল্পা শেঠি নিয়মিত মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এমনি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, ঘর গোছাচ্ছেন শিল্পা। এ সময় চুমু খেতে চাইছেন তার স্বামী। কিন্তু শিল্পা বলেন, এখন কাজের সময় এসব করো না।
তখন বাড়ির পরিচারিকা এটা শুনে বলেন, ঠিক বলেছেন ম্যাডাম। এটা আমি স্যারকে বোঝাতেই পারি না।
এরপরই স্বামীকে মারধর শুরু করেন শিল্পা শেঠি। এই মজার ভিডিওতে কাজের মেয়েটিও সেজেছেন শিল্পা নিজে। শেয়ার করে শিল্পা লেখেন, ‘নজর হাটি, দুর্ঘটনা ঘটি। সাচ্চাই পাতা চলনে পর, পিট গেয়ে হামারে পতি।
এর আগে ছেলে বিহান ও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ‘মর্ডান ডে মহাভারত’-এর একটি ভিডিও বানিয়েছিলেন শিল্পা। যেখানে দেখা যায় নারদ, বিহান তার বাবা-মার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে ভুয়া খবর ছড়িয়ে। খেলনা বন্দুক দিয়ে মহাভারতের লড়াই লড়তে দেখা গিয়েছিল শিল্পা ও রাজকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com