logo
আপডেট : ১৬ মে, ২০২০ ১৫:৪৬
মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল ইতালি
নিজস্ব প্রতিবেদক

মসজিদে নামাজ পড়ার অনুমতি দিল ইতালি


করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেছে ইউরোপের দেশ ইতালি। দীর্ঘ দুই মাস পর সেখানে দোকানপাট খুলেত শুরু করেছে। দোকানপাট খোলার পর এবার আগামী সোমবার থেকে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দিচ্ছে ইতালি সরকার। মুসল্লিরা শর্তসাপেক্ষে এসব মসজিদে নামাজ আদায় করতে পারবেন।
তিনি মুসল্লিদের পরামর্শ দিয়ে বলেছেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করার চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।
প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৮৫ মানুষ। আর এই রোগে প্রাণ হারিয়েছে দেশটির ৩১ হাজার ৬১০ জন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com