logo
আপডেট : ১৬ মে, ২০২০ ১৬:৩৯
সাভারে সব বিপণিবিতান বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

সাভারে সব বিপণিবিতান বন্ধের নির্দেশ


ঈদের আগেই সাভারের সকল বিপণিবিতান বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েক দিন ধরে নজরদারি করে দেখা যায়- বিপণিবিতানগুলোতে যথাযথ স্বাস্থ্য বিধি না হচ্ছে না। একই সাথে বিপণিবিতানগুলোতে সামাজিক দূরত্বও নিশ্চিত হচ্ছে না। তাই করোনার সংক্রমণ রোধে আজ থেকে সাভারের সকল বিপণিবিতান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিটি বিপণিবিতানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গিয়ে বিপণিবিতানগুলো বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
প্রসঙ্গত, গত ১০ তারিখ থেকে সীমিত পরিসরে সাভারের বিপণিবিতানগুলো চালু করার নির্দেশ দেওয়া হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com