logo
আপডেট : ১৭ মে, ২০২০ ১৬:৫৪
ঢাকায় ঢোকা-বের হওয়ায় কঠোর হচ্ছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ঢোকা-বের হওয়ায় কঠোর হচ্ছে পুলিশ


জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা এখান থেকে বাইরে বের হতে পারবেন না কেউ। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
করোনায় প্রাণ দিলেন আরো এক পুলিশ সদস্য
৬ পুলিশসহ রূপগঞ্জে নতুন আক্রান্ত ৩৬
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে পারবেন না। জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। যথোপযুক্ত কারণ ছাড়া কোনও ব্যক্তি যানবাহন চালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com