logo
আপডেট : ১৭ মে, ২০২০ ১৭:০০
বৃটেনে করোনায় আক্রান্ত হচ্ছে দরিদ্ররা
নিজস্ব প্রতিবেদক

বৃটেনে করোনায় আক্রান্ত হচ্ছে দরিদ্ররা


বৃটেনে দরিদ্ররাই করোনায় আক্রান্ত হচ্ছেন বেশি বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। এএফপি ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
গবেষণাপত্রের লেখক ও ইংল্যান্ড পাবলিক হেলথ বিভাগের গবেষক গায়ত্রী আমির থালিংগাম বলেন, করোনাভাইরাস যতই দিন পার করছে, ততই তার সম্পর্কে আমরা নতুন নতুন তথ্য জানতে পারছি। গরীবদের এলাকায় করোনা সংক্রমণের একটি বড়ো কারণ অপরিচ্ছন্নতা ও ঘনবসতি। এছাড়া তারা তেমন স্বাস্থ্য সচেতনও নন।
গবেষকরা বলেন, ব্রিটেনের কিছুটা দরিদ্র এলাকার বাসিন্দারা আশপাশের ধনী এলাকায় বসবাসরত বাসিন্দাদের চেয়ে চারগুণ বেশি করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছে। ৩৬০০ জন করোনা রোগীর নমুনা ও ইতিহাস বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, এদের মধ্যে ৬৬০ জন অতি দরিদ্র-বঞ্চিত এলাকার বাসিন্দা। এসব বাসিন্দার ২৯.৫ শতাংশ করোনা পজিটিভ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com