logo
আপডেট : ১৭ মে, ২০২০ ১৭:০৬
ভারতে করোনা সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক

ভারতে করোনা সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়েছে


ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮৭ জন। দেশটি এখনও পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের করোনা সংক্রামিত হওয়ার রেকর্ড।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, ভারতে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের।
ভারতের মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র, সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৬০৬ জন। মহারাষ্ট্র ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। শেষ ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৭ জনের।

এদিকে আজ রোববার (১৭ মে) শেষ হচ্ছে ভারতে তৃতীয় দফার লকডাউন। আগামীকাল সোমবার থেকে শুরু হবে চতুর্থ দফার লকডাউন। তবে এবারের লকডাউন যে আগেরগুলোর থেকে কিছুটা শিথিল হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতে গত ২৫ মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছিলো তা শেষ হয় গত ১৪ এপ্রিল। এরপর সেই লকডাউন বাড়ানো হয় ৩ মে পর্যন্ত। এরপর ফের ১৭ মে পর্যন্ত বাড়ানো হয় তৃতীয় দফার লকডাউন। তবে এবারে চতুর্থ দফার লকডাউনে মনে করা হচ্ছে, বাণিজ্যিক কাজকর্মে বেশকিছু পরিবর্তন আসবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com