আপডেট : ১৭ মে, ২০২০ ১৭:১৭
নতুন গবেষণায় করোনা রোগীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক
যে সকল ওষুধে রক্ত পাতলা হয়ে যায় সেগুলো করোনা রোগীদের প্রাণ বাঁচাতে পারে এমন তথ্য পাওয়া গেছে ব্রিটিশ বিজ্ঞানীদের গবেষণায়। সানডে টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুসে মারাত্মকভাবে রক্ত জমাট বাঁধার কারণেই অধিকাংশ রোগীর মৃত্যু হয়। এসব রোগীদের ক্ষেত্রে যদি রক্ত পাতলাকারী ওষুধ ব্যবহার করা যায় তবে করোনায় মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, হাসপাতালগুলোকে নতুন করে নির্দেশনা দেওয়া হবে। যাদের অবস্থা খুবই জটিল তাদের ক্ষেত্রে এ ধরনের ওষুধ প্রয়োগের নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।