logo
আপডেট : ১৮ মে, ২০২০ ১৫:৪০
জয়পুরহাটে নতুন ২৮ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটে নতুন ২৮ জনের করোনা শনাক্ত


রাজশাহী বিভাগের মধ্যে করোনার হটস্পট জয়পুরহাট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় নতুন করে আরও ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়পুরে করোনা উপসর্গে এক যুবকের মৃত্যু
আক্রান্তদের মধ্যে আক্কেলপুর উপজেলায় ১০, ক্ষেতলাল উপজেলায় ৯, সদর উপজেলায় ৬, পাঁচবিবি উপজেলায় ২ ও কালাই উপজেলায় ১ জন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে।
এদিকে সোমবার নতুন করে সুস্থ হয়ে আরও ৪ জন করোনা রোগী বাড়ি ফিরে গেছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৩ জন।
সিভিল সার্জন সেলিম মিঞা জানান, সোমবার ৫৫৩ জনের রিপোর্ট আসে। এদের মধ্যে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে নেয়া হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com