logo
আপডেট : ১৮ মে, ২০২০ ১৫:৪৮
রায়পুরে করোনা উপসর্গে এক যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রায়পুরে করোনা উপসর্গে এক যুবকের মৃত্যু


লক্ষ্মীপুরের রায়পুরে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মিঠু হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ‌্যায় লক্ষ্মীপুর থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। মিঠু চরমোহন ইউপির ২ নম্বর ওয়া‌র্ডের হাওলাদা‌র বাড়ির মিষ্টার মিয়ার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে নোয়াখালী‌তে পাঠান। রোববার দুপুরে তার অবস্থা আরো খারাপ হলে সন্ধ‌্যায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জা‌কির হোসেন জানান, দুইদিন আগে তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য নোয়াখালীতে পাঠানো হয়। এরই মধ্যে তার শ্বাসকষ্ট ও গলাব্যথা বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় নিতে চাইলে পথেই তিনি মারা যান।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী বলেন, অসুস্থ্য হয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসার পর বাড়িটি লকডাউন করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com