logo
আপডেট : ১৮ মে, ২০২০ ১৫:৫২
সিলেটে ৪ পুলিশসহ করোনায় আক্রান্ত আরও ১৩
নিজস্ব প্রতিবেদক

সিলেটে ৪ পুলিশসহ করোনায় আক্রান্ত আরও ১৩


সিলেট জেলায় ৪ পুলিশ সদস্যসহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
নতুন চার পুলিশ সদস্যের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের এএসপি (মিডিয়া) লুৎফুর রহমান জানান- সর্বশেষ আক্রান্ত ৪ জন বিশ্বনাথ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ চারজন সহ সিলেট জেলা পুলিশের ১৪ জন ও আরআরএফ’র ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে রোববারের নমুনা টেস্টে সিলেট বিভাগীয় কমিশনারের এক পিএস ও তাঁর পরিবারের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। তিনি বলেন, 'গত বৃহস্পতিবার আমাদের অফিসের কয়েকজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। আজ রিপোর্টে আমার এক পিএস এর রিপোর্ট পজিটিভ এসেছে। একই সাথে তাঁর পরিবারের আরও তিন সদস্যর রিপোর্টও পজিটিভ আসে। তবে অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।'
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন সনাক্ত হন।

এরপর রোববার (১৭ মে) নতুন আরও ১৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ্য হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com