logo
আপডেট : ২ এপ্রিল, ২০১৮ ০০:০০
সংশোধিত ৫ জেলার নামের ইংরেজি বানান
প্রথম বাংলাদেশ ডেস্ক

সংশোধিত ৫ জেলার নামের ইংরেজি বানান

চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, বরিশাল ও যশোর জেলার নামের ইংরেজি বানান সংশোধন করা হয়েছে। বাংলা নামের সঙ্গে মিল করতে এই সংশোধন করেছে সরকার।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

নিকার সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেন, 'Chittagong' এর পরিবর্তে বানান 'Chattogram', 'Comilla' এর পরিবর্তে 'Cumilla', 'Barisal' এর পরিবর্তে 'Barishal', 'Jessore' এর পরিবর্তে 'Jashore' এবং 'Bogra' এর পরিবর্তে 'Bogura', করা হয়েছে।’

এতদিন চট্টগ্রামের ইংরেজি বানান 'Chittagong', কুমিল্লার বানান 'Comilla', বরিশাল বানান 'Barisal', যশোরের বানান 'Jessore' ও বগুড়ার বানান 'Bogra' লেখা হচ্ছিল।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে নিকার সভায়। একই সঙ্গে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে থাকে নিকার। প্রধানমন্ত্রী হচ্ছেন এই কমিটির আহ্বায়ক।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com