logo
আপডেট : ১৮ মে, ২০২০ ১৬:০৫
উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আক্রান্ত আরও ৯
নিজস্ব প্রতিবেদক

উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আক্রান্ত আরও ৯


লক্ষ্মীপুরের রায়পুরে ডাক্তার, নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াসহ আরও ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রোববার রাতে লক্ষ্মীপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা রোগীর সংখ্যা ৯৯ জন।
নতুন শনাক্ত হওয়া আটজন রায়পুর উপজেলার এবং একজন সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ৪ জন ডাক্তার, ২ জন নার্স ও রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮১ জনের নমুনা পরীক্ষা করা হলে ওই নয়জনের দেহে করোনা শনাক্ত হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com