মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির সরকার সেখানকার নাগরিকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। আর যদি কেউ এই আইন লঙ্ঘন করে তাহলে তাকে ভোগ করতে হবে তিন বছরের কারাদণ্ড। এমনকি গুনতে হবে জরিমানাও।
কাতার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আইন অমান্য করে মাস্ক না পরলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে ৫৫ হাজার ডলার জরিমানা দিতে হবে।
দেশজুড়ে করোনার বিস্তার বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে কাতার প্রশাসন। উপসাগরীয় দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
কাতারে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে। দেশটির ১ দশমিক ১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ডেইলি সাবাহ।