সম্প্রতি অকশন ফর অ্যাকশনের ফেসবুক লাইভে মাশরাফি নিলামে তোলা নিজের ব্রেসলেট নিয়ে হাজির হয়েছিলেন। এ সময় তিনি জানান, দৈত্যের কাছে তিনটি জিনিস চাওয়ার সুযোগ থাকলে কী কী চাইতেন তিনি। বাস্তবজীবনে আলাদিনের চেরাগ বলতে কিছু নেই। তবে আরব্য রজনী অন্যতম জনপ্রিয় গল্পের আলাদিনের চেরাগ থেকে বেরিয়ে আসা দৈত্য পূরণ করেন তিনটি ইচ্ছা। তেমনি এক চেরাগ পেলে মাশরাফিও পূরণ করতে চায় তার তিনটি ইচ্ছে।
তিনি বলতে থাকেন, ‘দ্বিতীয়ত, একটা জিনিস চাইব যে, শৈশবের সময়টা পার করে আসার পর ক্যারিয়ারের শুরুর সময়টা। যদিও আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে। আমার আরও অনেক কিছু হতে পারত। বাংলাদেশ দলের রেজাল্টও ভালো হতে পারত। আমি যদি ফিট থাকতাম, সুস্থ থাকতাম। তবে আলহামদুলিল্লাহ্! আল্লাহর অশেষ রহমত ছিল যে আমি এতদিন পর্যন্ত খেলতে পেরেছি। এটা নিয়ে আমার কোন দুঃখ নেই।’
সবশেষ তিনি বেছে নেন নিজের পরিবারকে। বলেন, ‘আর সবশেষ বলবো যে, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারই আবার ফিরে পেতে চাই।’