logo
আপডেট : ১৮ মে, ২০২০ ১৬:৫৭
ফের বন্ধ হলো টিভি নাটকের শুটিং
নিজস্ব প্রতিবেদক

ফের বন্ধ হলো টিভি নাটকের শুটিং


দেশের করোনা পরিস্থিতির মধ্যেও নির্মাতা-শিল্পীরা শুটিং করতে আগ্রহ প্রকাশ করলে টিভি নাটকের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তঃসংগঠন ৬ শর্ত মেনে নিজ দায়িত্বে ১৭ মে (রোববার) থেকে টিভি নাটকের শুটিং করার অনুমতি দেন।

এক নোটিশে সংগঠনটি জানিয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করছে তাই আন্তঃ সংগঠন তাদের স্ব স্ব সংগঠন সমূহের সদস্যদের সুচিন্তিত মতামত ওজোরালো দাবীর প্রেক্ষিতে সাময়িক শিথিল অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
শুটিং বন্ধ করার অন্য কারণ হিসাবে সংগঠনটি জানিয়েছে, একই সাথে দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং বিশিষ্ট অভিনেত্রী, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সহ সংগঠন সমূহের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্যুটিং কার্যক্রম স্থগিত রাখার জন্য আহবান জানালে, আন্তুঃ সংগঠন ১৭ মে বিকেলে এক জরুরী সভায় মিলিত হয়ে সকল সংগঠনের সদস্যগন ও উপদেষ্টা মণ্ডলীর মতামতের যৌক্তিকতা পর্যালোচনা করে সবধরনের শুটিং কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে আন্তঃসংগঠনের ৬ শর্তে ফেরার সিদ্ধান্তে টিভি নাটকের অনেকেই অনাস্থা জানিয়ে অভিযোগ করেছিলেন, সদস্যদের কথা চিন্তা না করে নেতারা নিজেদের স্বার্থেই এসব সিদ্ধান্ত গ্রহণ করছেন। এমন প্রেক্ষাপটের মধ্যেই টেলিপ্যাবের সভাপতির পদ ছাড়তে ১৬ মে (শনিবার) বিকালে সংগঠন বরাবর চিঠি পাঠিয়েছেন টেলিপ্যাব এর সভাপতি অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের।
এর আ ২২ মার্চ থেকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টিভি নাটকের আন্তঃসংগঠনগুলো।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com