শেরপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে সোহেল রানা নামক এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় খালেদ নামে একজন আহত হয়েছেন।
এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তার মিয়াসহ তার তিন সমর্থককে আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার সকালে রঘুনাথপুর দড়িপাড়া এলাকায় প্রতিবেশী আক্তারের বাড়ির সীমানায় বোরো ধান মাড়াই করে সোহেলের স্বজনরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। সোমবার ওই একই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারো ঝগড়া শুরু হলে প্রতিপক্ষ আক্তার সোহেলকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তার মিয়াসহ আমজিন, মুকলা ও আজেদা নামে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।