logo
আপডেট : ১৮ মে, ২০২০ ২১:৫৭
অস্ট্রেলিয়ান নাগরিকদের তৃতীয় বিশেষ ফ্লাইটের সময় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ান নাগরিকদের তৃতীয় বিশেষ ফ্লাইটের সময় পরিবর্তন


বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাইকমিশন তার নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের ফিরিয়ে নিতে তৃতীয় বিশেষ ফ্লাইটের সময় পরিবর্তন করেছে। ফ্লাইটটি ২৭ মে’র পরিবর্তে ২৮ মে ঢাকা ছেড়ে যাবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই ফ্লাইটটি পরিচালনা নিশ্চিত করতে আমাদের সর্বনিম্ন ১২০ জন যাত্রী প্রয়োজন ছিল, যা অনেকেই আগ্রহ দেখিয়েছে। ফ্লাইটটি নির্ধারিত ২৭ মে’র পরিবর্তে ২৮ মে ঢাকা ছেড়ে যাবে।
আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে, তৃতীয় ফ্লাইটটি ছাড়ার পরে আর কোনও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে পারবো। তাই আপনি যদি অস্ট্রেলিয়ায় ফিরে আসতে চান তাহলে এই ফ্লাইটের টিকিট বুকিং করা উচিত। যদি কেউ এই ফ্লাইটের টিকিট ক্রয় না করে তাহলে তাকে বাণিজ্যিক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশে থাকতে হবে। ৩০ মে পর্যন্ত সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে।
যারা অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী নয় তারা এই ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। ফ্লাইটটি কেবল অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী এবং তাদের স্ত্রী, আইনি অভিভাবক ও শিশুদের জন্য উন্মুক্ত।
ফ্লাইটটি ঢাকা থেকে মেলবোর্ন যাবে। অস্ট্রেলিয়ার নাগরিকরা দেশে ফিরলেই সেই দেশের সরকারের ব্যবস্থাপনায় ১৪ দিন বাধ্যতামূলক সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) থাকতে হবে।
এর আগে ১৬ এপ্রিল ও ৯ মে অস্ট্রেলিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারকে দেশে ফিরতে সহায়তা করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com