logo
আপডেট : ১৯ মে, ২০২০ ১৫:৪১
ঈদে বাড়ি ফেরা হলো না ২ শিক্ষকের
অনলাইন ডেস্ক

ঈদে বাড়ি ফেরা হলো না ২ শিক্ষকের


মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্কুলশিক্ষক বদিউজ্জামান (৪০) ও আফরোজা মিশু (৩০)। পরিবার নিয়ে তারা বড়লেখায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। মাইক্রোবাসটি রাজনগর এলাকায় গোবিন্দবাটি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com