logo
আপডেট : ১৯ মে, ২০২০ ১৬:১৫
ঈদ উৎসবে বান্নাহ’র দুই নাটক

ঈদ উৎসবে বান্নাহ’র দুই নাটক


আসছে ঈদ উৎসবে নতুন দুই নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। ঈদের আয়োজনে ভিন্ন ধরনের কাজ নিয়ে আসছেন এ নির্মাতা।

এছাড়া প্রেমের পূর্বশর্ত হলো প্রপোজ। প্রিয় মানুষকে প্রপোজ করতে গিয়ে বাঁধে নানান জটিলতা। কি সেই জটিলতা, কেনই এই জটিলতা? প্রপোজের এরকম অনেক প্রশ্ন পাওয়া যাবে ঈদের বিশেষ নাটক ‘প্রপোজ’ এ। এতে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, মাহিমা প্রমুখ।
মাবরুর রশীদ বান্নাহ'র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে ঈদের এই বিশেষ নাটক দুটি।
মোশন রক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে নাটক দুটি প্রযোজনা করেছেন লুমিনো পিকচার্স এর কর্ণধার আর এইচ তানভীর। আসছে ঈদে এই নাটক দুটি দেখা যাবে 'লুমিনো পিকচার্স' এর ইউটিউব চ্যানেলে।
নির্মাতা জানালেন, করোনা প্রাদূর্ভাবের কারণে এবারের ঈদের আয়োজন সীমিত আকারে করতে হচ্ছে। আমাদের এই নাটক দুটি এ বছরের শুরুতে শুটিং করা। লুমিনো পিকচার্স সব সময়ই দর্শকদের নির্মুল বিনোদন দিয়ে আসছে। সেই উদ্দেশ্যই আমাদের এই আয়োজন। আশা করছি সবার ভালো লাগবে ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com