logo
আপডেট : ১৯ মে, ২০২০ ১৬:৩৫
অসুস্থ হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি কামাল লোহানী‌
নিজস্ব প্রতিবেদক

অসুস্থ হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি কামাল লোহানী‌


কামাল লোহানী। 
খ্যা‌তিমান সাংস্কৃ‌তিক ব্যক্তিত্ব কামাল লোহানী‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ফুসফুস ও কিডনির জটিলতা বৃদ্ধি পাওয়ায় রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কামাল লোহানীর ছেলে সাগর লোহানী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে ওনার (কামাল লোহানী) ফুসফুস ও কিডনির জটিলতা বৃদ্ধি পেয়েছিল। বর্তমান কঠিন সময়ে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়ার চেষ্টার পর বাধ্য হয়ে রবিবার সকালে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার ফুসফুস ও কিডনি বেশ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন চিকিৎসকরা।
সবার ভালোবাসায় তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন- এমন আশাবাদ ব্যক্ত ক‌রে‌ছেন সাগর লোহানী।
কামাল লোহানী প্রায় ছয় দশক ধরে দে‌শের সাংস্কৃ‌তিক আন্দোলন ও সাংবা‌দিকতার ক্ষে‌ত্রে নেতৃত্ব দি‌য়ে আস‌ছেন। তি‌নি ছায়ান‌টের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, মু‌ক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কে‌ন্দ্রের বার্তা সম্পাদক, বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডে‌মির মহাপ‌রিচালক, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপ‌তিসহ বি‌ভিন্ন সংগঠ‌নের গুরুত্বপূর্ণ দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com