logo
আপডেট : ২০ মে, ২০২০ ১৪:৩১
মালিককে বাঁচাতে গিয়ে দোকান কর্মচারি খুন
নিজস্ব প্রতিবেদক

মালিককে বাঁচাতে গিয়ে দোকান কর্মচারি খুন



মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে অটোচালকের হামলায় মনির হোসেন মাঝি (২৯) নামক এক দোকান কর্মচারি নিহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে আলদি বাজারে অটোচালক রাজুর সাথে কথা কাটাকাটি হয় কসমেটিস দোকানি লিটনের । তার জের ধরে বুধবার সকাল ৮টার দিকে দোকানে কাজ করার সময় অটোচালক রাজুর নেতৃত্বে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে দোকানের ভেতর থেকে লিটনকে টেনে বাইরে নিতে চাইলে নিহত মনির এগিয়ে এসে বাঁধা দেয়।

এতে ক্ষিপ্ত কয়ে মনিরের পাজরের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসী রাজু ও তার বাহিনী। পরে আশপাশের লোকজন মনিরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার মহশেপুর গ্রামের অটোচালক রাজু মিয়ার নেতৃত্বে এই ঘটনা ঘটে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং গ্রেপ্তার অভিযান চলছে।
এই ঘটনার পর বড় আলদি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com