logo
আপডেট : ২০ মে, ২০২০ ১৫:৩৩
করোনা উপসর্গে মারা যাওয়া মাকে দাফন, দেড় ঘণ্টা পর বাবার মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনা উপসর্গে মারা যাওয়া মাকে দাফন, দেড় ঘণ্টা পর বাবার মৃত্যু


চাঁদপুর শহরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন স্বামী-স্ত্রী। এদিকে, করোনা পরীক্ষার জন্য বৃদ্ধ স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। 
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে শহরের চিত্রলেখা এলাকার নিজ বাড়িতে স্ত্রী রাবেয়া বেগম (৭২) ও মঙ্গলবার ভোর ৫টায় তার স্বামী গণপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান পাটোয়ারী মারা গেছেন। তাদের এক ছেলে ও নাতি করোনায় আক্রান্ত।
গত রবিবার সকালে করোনা পরীক্ষার জন্য বৃদ্ধ স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে তাদের রিপোর্ট এখনও আসেনি। এ কারণে চাঁদপুর শহরতলির আশিকাটি গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাবেয়া বেগমকে সোমবার রাতে আর মুজিবুর রহমান পাটোয়ারীকে মঙ্গলবার সকালে দাফন করা হয়েছে।
তাদের ছেলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর) আনোয়ার হাবিব কাজল বলেন, আমার মা সোমবার রাতে শহরের চিত্রলেখা এলাকার বাসায় মারা যান। এরপর রাত সাড়ে ৩টায় আশিকাটি ইউনিয়নের হোসেনপুরের গ্রামের বাড়িতে দাফন করে শহরের বাসায় আসি। এর দেড় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা গেলেন বাবাও। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, মারা যাওয়া দুইজনের ছেলে এবং নাতির শরীরে ইতোমধ্যে করোনা শনাক্ত হয়েছে। যেহেতু তাদের পরিবারের দুইজন করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদেরও কিছু উপসর্গ ছিল তাই রবিবার স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। তাদের রিপোর্ট এখনও আসেনি।
তিনি বলেন, মারা যাওয়া স্বামী-স্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com