logo
আপডেট : ২০ মে, ২০২০ ১৫:৪১
ফেনসিডিলসহ এএসআই হাতেনাতে ধরা
নিজস্ব প্রতিবেদক

ফেনসিডিলসহ এএসআই হাতেনাতে ধরা


দিনাজপুর পুলিশ লাইনস এর কর্মরত এএসআই শামিম আহমেদকে (৩২) ৮ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেছে জেলা পুলিশ। পরে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, গত বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এএসআই শামীম আহমেদের ভাড়া বাসা ঈদগাহ আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকারের নেতৃত্বে একদল পুলিশ ৮ বোতল ফেনসিডিলসহ শামিম আহমেদকে আটক করে। পরে রাতেই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে এএসআই শামিম আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরোও বলেন, কোতয়ালী থানার উপ-পরিদর্শক জসিম উদ্দীনকে এই মামলার তদন্তভার দেয়া হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com