logo
আপডেট : ২০ মে, ২০২০ ১৫:৫১
‘‘বাংলাদেশে ভালো পেসার না পাওয়ার মূলে নেতিবাচক মানসিকতা’

‘‘বাংলাদেশে ভালো পেসার না পাওয়ার মূলে নেতিবাচক মানসিকতা’


বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বে ফাস্ট বোলারদের চাহিদা অনেক বেশি। ক্রিকেট মাঠে সব সময়ই ফাস্ট বোলার আর ব্যাটসম্যানদের মধ্যে একটি দ্বৈরথ কাজ করে, ছড়ায় বাড়তি উত্তেজনা। আগে থেকেই উপমহাদেশের মধ্যে একমাত্র পাকিস্তান থেকেই এসেছে দুর্দান্ত সব পেসার। তামিম ইকবালের সাথে লাইভে এসে পাকিস্তানের এরকম পেসার তৈরীর রহস্য জানালেন ‘সুইং অব সুলতান’।
|পাকিস্তানের উইকেটের সাথে বাংলাদেশের মিল থাকলেও পাকিস্তানের মতো উন্নতমানের পেসারের দেখা মিলে না বাংলাদেশে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল এর রহস্য জানতে চাইলে ওয়াসিম আকরাম বলেন, ‘আমার মনেহয় যখন দেখবেন, তরুণ একজন বোলার ভালো গতিতে বল করছে, ভালো ভবিষ্যৎ রয়েছে, প্রথমেই তার মানসিকতাটার লাগাম টেনে ধরতে হবে। তাকে কখনোই এটা বলবেন না যে, স্লো পিচে খেলা হচ্ছে, তুমি উইকেট পাবে না। শুরুতেই এই নেতিবাচক মানসিকতাটা আপনার পরিহার করতে হবে।’
আকরাম আরো বলেন, ‘সে যদি আগেই ধরে বসে যে এই উইকেটে পেসারদের জন্য কিছু নেই, উইকেট পাবে না। তাহলে শুরুতেই তার মানসিকতা বদলে যাবে। উইকেট নিয়ে নেতিবাচক ধারনা তৈরি হবে। তাকে শিখতে হবে কিভাবে বল সুইং করাতে হয়, কিভাবে স্লো উইকেটে ফুলার লেন্থে বল করতে হয়।’
ওয়াসিম মনে করেন পার্থক্য তৈরি করে মানসিকতা, ‘আমি ব্যক্তিগতভাবে টেস্ট ম্যাচে স্লো উইকেটে বল করতেই স্বাচ্ছন্দ্যবোধ করতাম। কারণ স্লো উইকেটে বল সুইং করানো যায়, উইকেট টু উইকেট বল করা যায়। বাংলাদেশের পিচে উইকেটে টু উইকেট বল করলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে যাবে। আমার ধারণা, এখানে পার্থক্যটা শুধু মানসিকতায়।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com