logo
আপডেট : ২০ মে, ২০২০ ২০:০২
পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডব
অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে আম্ফানের তাণ্ডব


যত সময় যাচ্ছে, ততই দাপট বাড়ছে ঘূর্ণিঝড় আম্ফানের। বুধবার দুপুর আড়াইটার দিকে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের স্থলভূমিতে ঢুকে পড়ার প্রক্রিয়া শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড়টির তাণ্ডবে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে।
হাওড়ার শালিমারে ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে ১৩ বছরের এক কিশোরীর  মৃত্যু হয়েছে। এছাড়া মিনাখাঁয় মাথায় গাছ পড়ে মৃত্যু হয়েছে এক নারীর।
দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টাদিকের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে আছড়ে পড়তে চলেছে আম্ফান।
ভারতের আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র অর্থাৎ চোখ (আই) বিকাল সাড়ে ৫টার দিকে অর্ধেকটা ঢুকে পড়ে স্থলভাগে। সাড়ে ৬টার মধ্যে পুরো ‘চোখ’ই ঢুকে পড়বে ভারতের স্থলভাগে।
আম্ফানের প্রভাবে ইতিমধ্যেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি উড়ে গেছে চাল।
ভেঙে পড়েছে গাছপালা। উপকূল এলাকায় সমুদ্রে বেড়েছে জলোচ্ছ্বাস। আম্ফানের তাণ্ডব বিকালের পর থেকে আরও বাড়ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com