logo
আপডেট : ২০ মে, ২০২০ ২০:২৮
সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি!
অনলাইন ডেস্ক

সাকিব-মুশফিকদের ব্যাট ফেরত আনবে বিসিবি!


সারা বিশ্বের মত করোনাভাইরাসের থাবা স্পর্শ করেছে বাংলাদেশকেও। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই চলছে লকডাউন। সময়ে সময়ে বেড়েই চলছে এই লকডাউনের সীমা। এতে বিপাকে পরেছে সাধারণ মানুষ থেকে শুরু করে দুস্থ ও অসহায় মানুষেরা। যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা হয়েছে আরো করুণ। এমতাবস্থায় তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দেশের ক্রিকেটাররা। এমনকি নিজের প্রিয় ক্রিকেটীয় স্মারকও নিলামে তুলছেন অনেকে। এর মধ্যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ব্যাট আর মাশরাফি বিন মর্তুজার ব্র্যাসলেটের নিলাম ছিল সবচেয়ে আলোচিত।
তবে এই নিলামে বিসিবি অংশ না নিলেও সাকিব-মুশফিকের ইতিহাস গড়া ব্যাট ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানালেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথা বলেন বিসিবি প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠান শেষে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, 'আমি (সাকিব-মুশদিকদের ব্যাট ফিরিয়ে আনার) উদ্যোগ নেব তো অবশ্যই। এখানে তো আমরা নিলামে অংশ নিতে পারি না। তবে আমরা চেষ্টা করব কীভাবে রাখা যায়। সুযোগ থাকলে, আমরা সেগুলোকে ফেরত আনার চেষ্টা করব।'
এছাড়া ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের অনলাইন লাইভ শো’র প্রশংসা করেছেন পাপন। তামিমের শো তে দেশ-বিদেশের ক্রিকেট তারকারা এসে আড্ডা দিচ্ছেন। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের শো খুবই ইম্প্রেসিভ ও খুব ভালো করছে। সবাই উপভোগও করছে। এবং এটার স্ট্যান্ডাডও খুব উঁচুমানের। আমরা সবাই প্রশংসা করছি। এটা খুবই ভালো


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com